আইয়ুব আলী, হোমনা।
সমগ্র দেশের মতো হোমনা উপজেলা লকডাউন করা হয়েছে। লক ডাউন এর সকল বিধি নিষেধ জনসাধারণের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে জানানো হয়েছে। আজ হোমনায় লকডাউন অমান্য করায় ১০ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
কুমিল্লার হোমনায় করোনা সংক্রমন রোধে সরকারের নির্দেশিত লকডাউন আইন অমান্য করার অপরাধে ১০ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত । উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে হোমনা পৌরসভার চৌরাস্তা মোড়,দড়িচর বাজার ও দুলালপুর বাজার এলাকায় জনসচেতার পাশাপাশি লকডাউনের আইন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১০টি মামলায় ৬ হাজার একশত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, সরকারের নির্দেশিত লকডাউন আইন অমান্য করার অপরাধে ১০ জনকে জরিমানা করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যহত থাকবে ।