ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটি ঘোষণা। নব গঠিত এই কমিটিতে ফারুক মিয়াজি সভাপতি( দাউদকান্দি)ও ডাঃ ইউসুফকে (চান্দিনা), সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সিনিয়র সহ-সভাপতি হিসেবে য মিজানুর রহমান শুভ (মুরাদনগর), সহ-সভাপতি হিসেবে স্বাধীন সরকার (মেঘনা),যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গোলাম আজম (হোমনা), মোয়াজ্জেম হোসেন (দাউদকান্দি)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ কবির হোসেন (দেবিদ্বার) ও সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিন সরদার (দাউদকান্দি)। অর্থ সম্পাদক হিসেবে আল আমিন প্রধান (তিতাস) প্রচার সম্পাদক হিসেবে পরশ আলী (তিতাস), দপ্তর সম্পাদক হিসেবে প্রফেসর আবু হানিফ ভূইয়া (চান্দিনা), তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে জহির মিয়াজী (দাউদকান্দি), সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে মোঃ শাহপরান (মেঘনা), সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শাহিদা আক্তার (মেঘনা), মহিলা বিষয়ক সম্পাদিকা রুবি ইসলাম (তিতাস), যুব বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন মুন্সি (দেবিদ্বার)।
সম্মানিত সদস্য হিসেবে কবি এমরান হোসেন, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান (হোমনা),মোঃ মহিউদ্দিন মুন্সি, ফারুক, জসিম উদ্দিন, মামুনুর রশীদ, রেজাউল করিম, ইমরুল সজিব সহ অনেককেই।
আজ রবিবার অপরাহ্নের পর ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদ ও সাধারণ সম্পাদক এ্যাড ইউসুফ আলী কর্তৃক স্বাক্ষর করে কমিটির অনুমোদন দেওয়া হয়।